Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে হল থেকে মুজিব-ফজিলতুন্নেছা ও হাসিনার নাম বাদ দেওয়ার দাবি

চবি করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রাবাস থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শেখ ফজিলতুন্নেছার নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে ‘ইউনিটি ফর স্টুডেন্ট রাইটস’ নামে একটি সংগঠন।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- নতুন নির্মিত দুটি ছাত্রাবাস অতীশ দীপঙ্কর হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দ্রুত আসন বরাদ্দ দেওয়া, অন্যান্য হলগুলো সংস্কার করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের নামে নামকরণ করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালেদ বলেন, ‘দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য শতভাগ আসন বরাদ্দ নিশ্চিত করতে পেরেছে। কিন্তু দেশের অন্যতম স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য শতভাগ আসন বরাদ্দ নিশ্চিত করতে পারেনি। আমরা অতীশ দীপঙ্কর হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দ্রুত আসন বরাদ্দ দেওয়ার দাবি জানাই।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কষ্ট করে দিনযাপন করছেন। তারা আবাসিক হলে সিট পায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে শতভাগ আসন বরাদ্দ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা চাই নতুন নির্মিত হল দুটিতে দ্রুত আসন বরাদ্দ দেওয়া হোক। অন্যান্য হলগুলো সংস্কার করা হোক। একইসঙ্গে যেসব হলের নাম ফ্যাসিবাদী, খুনীদের নামে রয়েছে, সেগুলো পরিবর্তন করে শহিদদের নামে নামকরণ করা হোক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর