পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারা সংশোধনের দাবি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
খাগড়াছড়ি: সোমবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে সকালে মহাজনপাড়া এফএনএফ রেস্টুরেন্টে ‘পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে’-এই স্লোগানে বাংলাদেশের সংবিধানের সাথে ২ ডিসেম্বর ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদ উল্লাহ,
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উপস্থিত অতিথিরা পার্বত্য চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান।
সারাবাংলা/এনজে