Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইরিশদের হোয়াইটওয়াশের পর জ্যোতিদের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৮:০০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ী বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের আনন্দে ভাসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে দেশের মাঠে প্রথমবারের কোন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন বাংলাদেশের মেয়েরা। আজ তৃতীয় ওয়ানডে চলাকালীনই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষণা করেছে বিসিবি। দুই বছর পর দলে ফিরেছেন ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার সুপ্তা। 

সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সুপ্তা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে চোটে পড়া সাথী রাণীর জায়গায় ক্ষুদ্র ফরম্যাটের দলে ফিরলেন এবার। বাদ পড়লেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন দিশা বিশ্বাস। স্কোয়াডে তার বদলে এসেছেন সানজিদা আক্তার মেঘলা। 

বিজ্ঞাপন

আসন্ন এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে মারফা আক্তার ও সুলতানা খাতুনকে। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন জান্নাতুল সুমনা ও বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। 

৫ ডিসেম্বর সিলেট শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ৭ ও ৯ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। 

প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর