Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া-সিরিয়ার বিমান হামলায় ইদলিবে ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

রাশিয়া ও সিরিয়ার বিমান হামলায় সিরিয়ার ইদলিবে অন্তত ২৫ জন নিহত হয়েছে। সিরিয়ার বিদ্রোহী-পরিচালিত উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, রবিবার (১ ডিসেম্বর) উত্তর-পশ্চিম সিরিয়ায় সিরিয়ান সরকার ও রাশিয়ার বিমান হামলায় এই ঘটনা ঘটে।

সামরিক সূত্রের তথ্যমতে, রবিবার (২ ডিসেম্বর) রাশিয়া ও সিরিয়ার জেট বিমানগুলো বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব শহরে হামলা চালায়। এই হামলার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ঘোষণা করেন, আলেপ্পো শহরে প্রবেশকারী বিদ্রোহীদের পরাজিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি বিদ্রোহীরা যে শহরগুলো দখল করেছিল, সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ইদলিব শহরের কেন্দ্রে জনাকীর্ণ আবাসিক এলাকায় একটি হামলা চালানো হয় বলে বাসিন্দারা জানিয়েছেন। বর্তমানে ইদলিব শহরে প্রায় ৪০ লাখ মানুষ অস্থায়ী তাবু ও আশ্রয়ে বসবাস করছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, হামলায় অন্তত সাতজন নিহত এবং বহু আহত হয়েছে। তবে সিরিয়ার সেনাবাহিনী ও রাশিয়া দাবি করেছে, তারা শুধুমাত্র বিদ্রোহী গোষ্ঠীর আস্তানাগুলো লক্ষ্যবস্তু করেছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে।

হোয়াইট হেলমেটস জানিয়েছে, রবিবারের (২ ডিসেম্বর) হামলায় ইদলিব এবং আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় ১০ শিশু সহ বহু প্রাণহানি ঘটেছে। ২৭ নভেম্বর থেকে এ পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার হামলায় ৫৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ২০ জন শিশু।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে চলা এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত এবং বহু লোক বাস্তুচ্যুত হয়েছে। যদিও বেশিরভাগ বড় শহরের নিয়ন্ত্রণ আসাদ সরকার পুনরুদ্ধার করেছে, তবে সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

গৃহযুদ্ধ নিহত বিমান হামলা রাশিয়া সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর