Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে ক্যাবের ৮ দফা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৯:১১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮

ঢাকা: দেশের বাজারে আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হচ্ছে- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা; বাজার অভিযান ও মনিটরিং বৃদ্ধি; টিসিবির ট্রাক সেল বাড়ানো; ভোজ্যতেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে আইনের আনা এবং ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন।
এছাড়া টিসিবি’র ফ্যামিলি কার্ডের সংখ্যা ১ কোটি থেকে বাড়িয়ে দেড় কোটিতে উন্নীত করা ও আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্যতেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধন কর্মসূচীতে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাঃ শওকত আলী খান ও ক্যাব সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ক্যাব নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্যে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর