ঢাকা: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য এসে শেষ হয়।
এ সময় তারা ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে ঢাবি শিক্ষার্থী জাহিদ আহসান বলেন, ‘ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তাদের সঙ্গে খেলা হবে সমানে সমানে। আমরা রাজা-প্রজা হয়ে থাকব না। আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে; যদি ভারত আমাদের বিষয়ে নাক না গলায়।’

আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। ছবি: সারাবাংলা
কনটেন্ট ক্রিয়েটর আমানুল্লাহ কাফি বলেন, ‘হাসিনাকে ভারত গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। তাই তারা চেষ্টা করছে এদেশে বিশৃঙ্খলা চালাতে।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে। আমরা দিল্লির দাদাগিরি করার জন্য অভ্যূত্থান করি নাই। বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা দিতে বাংলাদেশের সরকার যথেষ্ট। দিল্লির এক্ষেত্রে নাক গলানোর দরকার নেই। আপনাদের দেশে মুসলমানদের কী অবস্থা?’
ঢাবি শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘বারবার রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয়। কখনো হাসিনার বিরুদ্ধে, কখনো ভারতের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি তারা সবসময় দালালি করেছে। আওয়ামী লীগ সরকার দিল্লির দাবার গুটি ছিল।’
তিনি আরও বলেন, ‘দিল্লির ক্ষমতা এত বেশি ছিল যে, একটা পোস্টের কারণে মানুষকে প্রাণ দিতে হয়। এখন নতুন বাংলাদেশ। আমরা কারও আধিপত্য চাই না। বাংলাদেশের মানুষ শরীরে রক্ত থাকতে ভারতের আধিপত্য মেনে নেবে না।’