‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’, ২০০ ছাড়ানো লিড বাংলাদেশের
৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮
শিরোনামের মতোই হয়তো বার্তা ছিল বাংলাদেশ দলের প্রতি টিম ম্যানেজমেন্টের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে যে দলটা এক ইনিংস আগেই ছিল কোণঠাসা, সেই দলটাই গিয়ার আমূল সুইচ করে ফেলল করল দ্বিতীয় ইনিংসে। ১৬৪ রানে অল আউট হয়েও ১৮ রানের লিড, এরপর পাল্টা আক্রমণের সাহসী ব্যাটিংয়ে দিন শেষে যোগ করল আরো ১৯৩ রান। ৫ উইকেট হাতে রেখে তৃতীয় দিনশেষে বাংলাদেশের লিড ২১১ রান।
ক্যারিবিয়ান পেসাররা একের পর এক গতিময় বাউন্সার করেছেন, সাদমান ইসলাম-মেহেদী হাসান মিরাজরা জবাব দিয়েছেন দারুণ সব পুল আর হুকে। গুড লেংথের বলে বেশ কয়েকটা লফটেড ড্রাইভ খেলেছেন শাহাদাত হোসেন দীপু। লিটন দাসও সেট হয়েছেন উইকেটে, তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ। তাইজুল ইসলামকে নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন জাকের আলী। ব্যাটারদের ভিন্ন এপ্রোচে দ্বিতীয় ইনিংসে ২১১ রানের লিড বাংলাদেশের।
নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে দিয়েই ক্যামব্যাকের শুরু বাংলাদেশের। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন এই ডানহাতি পেসার। সাথে হাসান মাহমুদ-তাসকিন আহমেদের দারুণ সাপোর্টিভ বোলিংয়ে লিড নিয়ে শুরু করলেও ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
প্রথম ওভারেই জেইডেন সিলসের বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। অসুস্থতায় ব্যাট করেননি মুমিনুল হক। তাই বদলানো ব্যাটিং অর্ডারে তিনে নেমেছেন দীপু। এই ডানহাতিও শুরু থেকেই চালিয়ে খেলেছেন।
সিলস,রোচ-জোসেফদের সামলেছেন বেশ দক্ষ হাতেই। বিশেষত গুড লেংথে পিচ করা বলগুলোতে ছিল তার দারুণ কন্ট্রোল। অবশ্য আলজারি জোসেফের গুড লেংথ ডেলিভারিতেই লফটেড শট খেলতে গিয়ে মিড অফে সিলসের হাতে ক্যাচ দেন এই ডানহাতি। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ২৬ বলে ২৮ রান করেন তিনি।
সাদমান শুরুতে রয়েসয়ে খেললেও মিরাজ মাঠে আসতেই শুরু করেন শটস খেলা। সাত চারে ৭২ বলে ৪২ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে গেছেন তিনি। মিরাজের শুরুটাও দুর্দান্ত। টানা চারটি চার মেরেছেন নিজের খেলা প্রথম ওভারে। শামার জোসেফের করা সেই ওভারে শেষ চার দুটো আউট সাইড এজে এলেও প্রথম দুটো মিরাজ মারেন দারুণ দুটো অফ ড্রাইভে।
দুজনের ব্যাটিং দেখেই মনে হচ্ছিল, টিম ম্যানেজমেন্ট থেকে পরিস্কার বার্তা আছে মেরে খেলার। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ওভারপ্রতি সাড়ে পাঁচ রান রেটে ব্যাট করেছে বাংলাদেশ। ১১৮ রানের মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। সাদমান-মিরাজ মিলে তৃতীয় উইকেটে গড়েছেন ৬২ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি।
তবে চা-বিরতি থেকে ফিরে আর ৬ রান যোগ করতেই ভেঙেছে সেই জুটি। শামার জোসেফের করা স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপার জশুয়া দা সিলভাকে ক্যাচ দেন ৮২ বলে ৪৬ রান করা সাদমান। দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করা মিরাজও ফেরেন আর ২৫ রানের ব্যবধানের। সেই শামারের বলেই উইকেটের পেছনে গ্লান্স করতে গিয়ে ক্যাচ দেন ডা সিলভার হাতে। অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা প্রথমে নট আউট দিলেও, উইন্ডিজ রিভিউ নিলে আউট হন মিরাজ। ৩৯ বলে ৪২ করেছেন তিনি।
পাঁচে নেমে জাকের আলীকে সাথে নিয়ে ৫২ বলে ৪১ রানের কার্যকরী এক জুটি গড়েন লিটন। তবে জাস্টিন গ্রিভসের স্লোয়ার অফ কাটার বুঝতে না পেরে বোল্ড হন তিনি। ৩৪ বলে ২৫ রানে বোল্ড হওয়ার আগে ব্যক্তিগত ১২ রানে জীবন পান তিনি।
সারাবাংলা/জেটি