Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সড়ক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১১:১৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি ওভারটেক করতে গেলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকী দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আলাপপুজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত পাঁচ শিক্ষার্থীরা হলেন- মোহাম্মাদ, মুহসীন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। তারা সবাই বান্দানাম মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএসের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, বাসটিতে চারজন যাত্রী ছিল। তারা সামান্য আঘাত পেয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুড়চে গেছে। এছাড়া নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর