Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮

ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য বাংলাদেশ গতকালই স্কোয়াড ঘোষণা করেছিল। আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করল স্বাগতিকরা। নবাগত আমির জাঙ্গোকে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজ থেকে বাংলাদেশের সিরিজের দুটি পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা। দলে ঢুকেছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার আমির জাঙ্গো। এছাড়াও ডাক পেয়েছেন জাস্টিন গ্রিভস। এই দুজন দলে ঢোকায় বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ জুনিওয় ও জুয়েল অ্যান্ড্রুক।

বিজ্ঞাপন

আমির ও গ্রিভস দুজনেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। সুপার ফিফটি ওয়ানডেতে ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে সর্বোচ্চ ৪৪৬ রান করেন আমির।৫ ইনিংসে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করে দ্বিতীয় স্থানে ছিলেন গ্রিভস।

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেছেন, গ্রিভস ও আমির দলে ভালো ভূমিকাই রাখবেন, ‘সুপার ফিফটির পারফরম্যান্সে তারা দুজনেই দেখিয়ে দিয়েছে যে তারা বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং করতে প্রস্তুত। আমাদের ব্যাটিং লাইনআপে এটা ভিন্ন মাত্রা যোগ করবে।’

আগামী ৮ ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে একই ভেন্যুতে ১০ ও ১২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড– শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গো, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ওয়ানডে সিরিজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

বইপাড়ায় বর্ণমালার উদ্ভাস। ছবি
৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪১

আরো

সম্পর্কিত খবর