আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: ৩ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ১, গ্রেফতার ৭
৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮
বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে অনধিকার প্রবেশের ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে।
পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি স্বপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কিরণ কুমার বলেন গণমাধ্যমকে জানিয়েছে, ‘ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনার পর সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) হিন্দু সংঘর্ষ সমিতির কর্মীরা যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন তখনই এই ঘটনা ঘটে।
ঘটনাটির নিন্দা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘বিক্ষোভ মিছিল চলাকালে একদল যুবক বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে প্রবেশের চেষ্টা করে। আমি এই ঘটনাটির নিন্দা জানাই। শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু এ ধরনের কাজ কোনোমতেই সহ্য করা হবে না।’
সারাবাংলা/এনজে