দুপুর গড়ালেই শীতের আমেজ, কমছে তাপমাত্রা
৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭
ঢাকা: বর্ষপঞ্জিতে শীত আসতে আরও এক সপ্তাহ। এরইমধ্যে দেশের কোথাও কোথাও জেঁকে বসেছে শীত। শহরেও দুপুর গড়ালেই শীতের অনুভূতি পাওয়া যায়। আবহাওয়া অধিদফতর বলছে, ধীরে ধীরে কমতে থাকতে পারে তাপমাত্রা। এদিকে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, বুধবার (৪ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবারের (৫ নভেম্বর) পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই।
এদিকে দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় টেকনাফে।
সারাবাংলা/জেআর/ইআ