Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ মায়ের কোলের শিশুকেও হত্যা করেছে’

স্পেশাল করসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।

ঢাকা: নিরাপদ সড়কের জন্য প্রয়োজন নিরাপদ রাষ্ট্র ও সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, গত ১৫ বছর যারা রাষ্ট্রের চালক ছিল তারা জনজীবন দুর্বিষহ করে তুলেছিল। মানুষ শুধু সড়কে নয়, নিজ ঘরের বেডরুমেও নিরাপদ ছিল না।

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সড়কে, ঘরে এমনকি মায়ের কোলের শিশুকেও তারা গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ রাজনীতির সড়কে লাশ আর রক্ত ফেলার কাজে নিয়োজিত ছিল। জনগণের জান ও মাল তাদের হাতে নিরাপদ ছিল না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের দায়িত্ববোধ থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তাদের কর্মসূচি নাগরিক স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার উদ্দেশ্যে ট্রাকলীগ দিয়ে সড়কে ট্রাক চাপা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুশীল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘কোনো স্বাধীন দেশের পতাকা প্রতিবেশি রাষ্ট্র অবমাননা করতে পারে না। গণতান্ত্রিক কোনো দেশে অপর দেশের সহকারী হাইকমিশনার কার্যালয় ভাংচুর করতে পারে না। নিরাপদ সড়কের জন্য নিরাপদ রাষ্ট্র প্রয়োজন। আর নিরাপদ রাষ্ট্রের জন্য নিরাপদ প্রতিবেশি রাষ্ট্রের প্রয়োজন। এই প্রতিবেশি শুধু বাংলাদেশের জন্য নয় পুরো পৃথিবীর জন্য হুমকি।’

তিনি বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাঙলি জাতি এক ও অভিন্ন। আমাদের পরিচয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, আধিবাসী বা উপজাতি নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। অতীতে যেমন আমরা সকল অপশক্তি এক ও অভিন্ন হয়ে মোকাবিলা করেছি আগামীতেও আমরা এক ও অভিন্ন হয়ে মোকাবিলা করব।’

তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, ‘৩০ লাখ শহিদের রক্তে আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার অবমাননা সহ্য করা হবে না।’ ড. মাসুদ নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নিরাপদ রাষ্ট্র ও সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সারাবাংলা/জিএস/এইচআই

আওয়ামী লীগ ইলিয়াছ কাঞ্চন জামায়াতে ইসলামী ড. শফিকুল ইসলাম মাসুদ নিরাপদ সড়ক নিসচা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর