Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব হকি বিশ্বকাপ
থাইল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৪

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকেট। বাংলাদেশ হকি দল ইতিহাস গড়ল থাইল্যান্ডকে বিধ্বস্ত করেই। ওমানে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা।

ওমানের মাসকটে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফর্ম করে আসছিল বাংলাদেশ দল। চীনের সাথে আগের ম্যাচে ড্রয়ের পরেই মূল পর্বে খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। আজ থাইল্যান্ডের সাথে জয় পেলেই নিশ্চিত হতো পরের বিশ্বকাপের মূল পর্বে খেলা। তবে থাইল্যান্ডের সাথে হারলেও পরে আরেকটি কোয়ালিফাই খেলে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকতো বাংলাদেশের সামনে। আজই অবশ্য বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন তারা।

বিজ্ঞাপন

প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটের মাথায় গোল করে বাংলাদেশের জয়। ৬ মিনিটে লিড দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। ১৬ মিনিটে তৃতীয় গোল আসে আবদুল্লাহর হাত ধরে। থাইল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন চিউমকেউ। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বাংলাদেশ। ৩৪ মিনিটে গোল আসে মোহাম্মদ হাসানের স্টিক থেকে। এরপর ৩৬ মিনিটে মোহাম্মদ খান গোল করেন। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান জয়। ৪৯ মিনিটে দলের হয়ে সপ্তম গোল আসে আবদুল্লাহর হাত ধরে। ৩৫ মিনিটে আরেকটি গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি থাইল্যান্ড।

এই জয়ে ৫ম-৬ষ্ঠ প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেল বাংলাদেশ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া থেকে অংশ নেবে মোট ৭ দল। স্বাগতিক ভারত বাদে সুযোগ পাবে ৬টি দল। আজকের জয়ে তাই মূল পর্বে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই প্রথম বয়সভিত্তিক আন্তর্জাতিক হকির কোনো বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

যুব হকি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর