কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৩
কুয়াকাটা: কলাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা।
আটককৃতরা হলন- ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলায়। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা-যাওয়া ছিল।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে রাসেলের স্ত্রী নুপূর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, এঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের মধ্যে দুই জনের নামে ডাকাতি মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হবে।
সারাবাংলা/এসআর