Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাতের যোগদানের আগেই রাঙ্গামাটির নতুন ডিসি হাবিব উল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২১:৩২

মোহাম্মদ হাবিব উল্লাহ।

রাঙ্গামাটি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানাকে রাঙ্গামাটিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলির পর তার যোগদানের আগেই নতুন একজনকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার৷ এবার এ পদে পদায়ন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ হাবিব উল্লাহকে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তার এই পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ হাবিব উল্লাহকে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো। হাবিব উল্লাহ অর্থ বিভাগের উপসচিবের দায়িত্বে আছেন।

একই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ নভেম্বরের প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটি জেলায় বদলির আদেশে তার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জেলায় যোগদান করেন ইশরাত ফারহানা। ২৭ নভেম্বরের এক প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পালনের আড়াই মাসের মধ্যেই রাঙ্গামাটির জেলা প্রশাসক হিসেবে বদলি হন ইশরাত ফারজানাকে। তবে এখন পর্যন্ত তিনি রাঙ্গামাটিতে যোগ দেননি৷ এর আগেই রাঙ্গামাটিতে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

জেলা প্রশাসক ডিসি নিয়োগ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর