Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে থানা লুটের আসামি সহযোগীসহ ধরা

স্পেশাল করসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২১:৪১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২১:৪৩

গ্রেফতারকৃত মো. মালেক (২৫) ও মো. বিজয় (২২)।

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকারের পতনের দিন চট্টগ্রাম নগরীতে থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত একজনকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নগরীর পাহাড়তলী থানার আজমনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যে পাহাড়তলীর নয়াপাড়া রেলবিট এলাকা থেকে একটি এলজি এবং ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজন হলেন— মো. মালেক (২৫) ও মো. বিজয় (২২)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘মালেক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত ছিল। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, চুরি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা আছে। বিজয় তার সহযোগী। তার কাছে অস্ত্র জমা রেখেছিল মালেক।’

সারাবাংলা/আরডি/এইচআই

আওয়ামী লীগ চট্টগ্রাম লুটের আসামি

বিজ্ঞাপন

বুধবার সাজেক যেতে মানা
৩ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩

আরো

সম্পর্কিত খবর