Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০ বছর পুরনো টেস্ট ক্যাপের দাম ৩ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪০

ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো ৩ কোটি টাকায়

প্রায় ৮০ বছরের পুরনো একটা টেস্ট ক্যাপ। পোকা খেয়ে ফেলেছে যার একটা অংশ। রোদে পোড়া, রং চটা, সামনের দিকেও ছেড়া। এমন একটা ক্যাপের দাম কত হতে পারে? কেনার আগ্রহই বা পাবেন কজন? কিন্তু সেই টেস্ট ক্যাপটা যদি হয় কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের; সেক্ষেত্রে দাম আকাশচুম্বী হওয়াটাই প্রত্যাশিত। 

৯৯.৯৪;  অবিশ্বাস্য টেস্ট ব্যাটিং গড়ের প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডনের ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ আজ (মঙ্গলবার, ০৩ ডিসেম্বর) নিলামে উঠেছিল। বিখ্যাত সেই ক্যাপ বিক্রি হলো আড়াল লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি (২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা) 

নিলামকারী প্রতিষ্ঠান ‘বোনহ্যামস’ জানিয়েছে, ১৯৪৭-৪৮ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা এই ক্যাপ পরেই খেলেন ব্র্যাডম্যান। স্বাধীন দেশ হিসেবে সেটাই ছিল ভারত দলের প্রথম বিদেশ সফর।  ঘরের মাঠে খেলা নিজের শেষ সিরিজে ৬ ইনিংসে ব্যাট করে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেন এই কিংবদন্তি। 

বিজ্ঞাপন

সিডনিতে অনুষ্ঠিত এই নিলামের স্থায়ীত্ব ছিল মাত্র ১০ মিনিট। ১ লাখ ৬০ হাজার ডলার থেকে শুরু হয় বিডিং। শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার ডলারে। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’-সহ ক্যাপটির দাম পড়েছে ৩ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা। প্রিমিয়াম ফি হচ্ছে নিলামের ওঠা স্মারকের দামের সাথে ‘কন্টাক্ট প্রাইস’-এর মিলিত অংশ। আবার কন্টাক্ট প্রাইসটা পান স্মারকের সরবরাহকারী। চুক্তিপত্র অনুযায়ী তাকে সেই মূল্য পরিশোধ করা হয়। 

এর আগেও স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়েছিল.২০২০ সালে তার অভিষেক টেস্ট ক্যাপ ২০২০ সালে বিক্রি হয়েছিল ২ লাখ ৯০ হাজার ডলারে। তবে শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন এখনো সবচেয়ে বেশি দাম ৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হওয়া ক্যাপ এখনো।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

রংপুর সীমান্তে নয় মাসে আটক ৫০১
১৩ অক্টোবর ২০২৫ ২২:২২

আরো