দুবাই যাত্রীর সবজির কার্টনে অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রা
৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৭ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধ কোটি টাকা সমমূল্যের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রাসহ এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রী দুবাই যাচ্ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে তল্লাশিতে ওই যাত্রী আটক হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহযোগিতায় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস টিম এ অভিযান চালায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সাকিব নেওয়াজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
জানা গেছে, সাকিব নেওয়াজের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশিতে তার কাছে থাকা একটি সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২ টাকা ৭০ পয়সা দরে ৪৫ লাখ ৭৮ হাজার টাকা), ৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ টাকা ৯০ পয়সা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়।
বাংলাদেশি টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা সমমূল্যের এসব বিদেশি মুদ্রা সাকিব পাচারের চেষ্টা করেছিলেন।
মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, সাকিব নেওয়াজ প্রায়ই মধ্যপ্রাচ্যে যাওয়া-আসা করেন। এবারের যাত্রায় তিনি সরকারিভাবে নির্ধারিত বৈদেশিক মুদ্রার চেয়ে ৭ হাজার মার্কিন ডলারের সমান বেশি মুদ্রা পাচারের চেষ্টা করেন।
তার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে বলে ইব্রাহীম খলিল জানান।
সারাবাংলা/আরডি/পিটিএম