Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের তাবেদারী বাংলাদেশিরা আর মানে না: শাহীন শওকত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৮

ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শাহীন শওকত।

রাজশাহী: বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন শওকত বলেন, ভারতের তাবেদারী বাংলাদেশীরা আর মানে না। এজন্য মোদি সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। আর ভারতের দালাল মিডিয়ারা বাংলাদেশ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। সেইসাথে দূতাবাসে হামলা করছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ইশা।

বিজ্ঞাপন

শাহীন শওকত বলেন, ‘আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে তাদের উপনিবেশ মনে করত। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লি দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে যুক্ত মোদি সরকারের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো শোভা পায় না।’

তিনি বলেন, ‘যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনার সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না। কারণ খুনি হাসিনা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যত টাকা স্বৈরাচার হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে তা দিয়ে বাংলাদেশের আমূল পরিবর্তন করা সম্ভব হত।’

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল সোনাদিঘী থেকে শুরু হয়ে রাণীবাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও রাজশাহী মহানগরের সদস্য আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

বিএনপি রাজশাহী শাহীন শওকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর