গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২
৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই নিহত হয়েছেন গাজার উত্তর প্রান্তের বেইত লাহিয়া শহরে। ইতোমধ্যে গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি বাহিনী।
গাজার যে দু’টি শহরে ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে তার মধ্যে একটি হলো বেইত লাহিয়া। অক্টোবর থেকে চলা এই এলাকায় একের পর এক হামলায় নিহত হয়েছেন ৮ জন। অপর ৪ জন নিহত হয়েছেন গাজার অন্যান্য এলাকায়।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘আপনাদের নিজেদের নিরাপত্তার জন্যই অবিলম্বে এলাকাটি ছাড়তে হবে এবং মানবিক জোনে চলে যেতে হবে।’
এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের উত্তরাংশের এলাকাগুলোর বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী । তাদের অভিযোগ ওই এলাকা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা রকেট ছুড়েছে। এই আদেশ পাওয়ার পরপর ভোরের আগেই বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেন। তাদের অধিকাংশই পশ্চিমমুখে রওনা হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলটিতে কোনো নিরাপদ এলাকা নেই। গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই অভ্যন্তরীণ উদ্বাস্তু। এদের কিছু অংশ গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০ বারের মতো বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে অন্তত ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে বলে দাবি ইসরাইলের। এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই ঘনবসতিপূর্ণ গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরাইল।
এখন পর্যন্ত গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪৪ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। অবিরাম হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ