Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার পাঁয়তারা করছে ভারত’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫

বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা

খুলনা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘বিভিন্নভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য পায়তারা করছে ভারত। একাত্তরে স্বাধীনতা হয়েছিল করাচির বিরুদ্ধে, ইসলামাবাদের বিরুদ্ধে কখনোই দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য একাত্তরের যুদ্ধ করা হয়নি। বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্ব অক্ষত রাখবার জন্য।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনার কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২ ডিসেম্বর দুপুরের দিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামে ভারতের একটি উগ্রবাদী সংগঠন ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত। ভারত তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার ওপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না। আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে চোখ-কান খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাই। জাতীয় ঐক্যই বিদেশী যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে।’

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফকরুল আলম, স. ম. আ. রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, আহসান উল্লাহ বুলবুল, এ্যাড. মোঃ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান প্রমূখ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা, পতাকা ছিঁড়ে ফেলা ও দিল্লির আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। প্রতিবাদী মিছিলে ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ভেঙে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা কেন? নরেন্দ্র মোদি জবাব চাই’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা বিএনপি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর