Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ওপর আক্রমণ, চিন্ময় দাসের ১২ অনুসারী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

চিম্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের মামলায় ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের ১২ অনুসারীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালত এ আদেশ দেন।

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) পুলিশের ওপর হামলার আরেক মামলায় আট আসামির সাতদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি হলেন- আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, বিশাল দাস, সনু দাস মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস, জয় নাথ ও অজয় সূত্রধর চৌধুরী।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান সারাবাংলাকে জানান, পুলিশের কাজে বাধা দান ও হামলার মামলায় ১২ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে পরে তাদের আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিনঘন্টা আটকে থাকার পর একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুর্বত্তরা। এছাড়া সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম চিন্ময় কৃঞ্চ দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর