৬৯ কারাগারের ঝুঁকিপূর্ণ ১৭টি, পলাতক এখনও ৭০০ বন্দি
৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩
ঢাকা: দেশে বর্তমানে ৬৯টি কারাগারের ১৭টিই ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পর এখনও ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি পলাতক আছেন। এ কারাগারগুলোর ধারণক্ষমতা ৪২ হাজার। ৫ আগস্টের পর ৫০ হাজারের কিছু বেশি বন্দি ছিল। তারপর কারাবন্দির সংখ্যা বেড়েছে। বর্তমানে কারাবন্দি রয়েছে ৬৫ হাজার।
বুধবার (৪ ডিসেম্বর) কারা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এরমধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানে। এগুলো অতিদ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ৫ আগস্ট ও পরবর্তী সময়ে ২২ শতাধিক কারাবন্দি পালিয়েছিল। এক হাজার ৫০০ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ৭০০ বন্দি এখনও পলাতক।
এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, বিভিন্ন মামলায় দাগি আসামি বা যাদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে তাদের ১১ জন মুক্তি পেয়েছেন। যাদের জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলা হয়েছে তাদের ১৭৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। পালানো বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যের মধ্যে এখনও পলাতক ৭০ জন। তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।
সারাবাংলা/ইউজে/ইআ