Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রয় কমিটিতে ২৪২৭ কোটি টাকার ১১ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা : দেড় লাখ মেট্রিক টন চাল ও ৯০ হাজার মেট্রিক টন সার আমদানিসহ ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২৭ কোটি ৪৩ লাখ টাকা।

এর বাইরে আরও দুটি ক্রয় প্রস্তাবের দরপত্র বাতিল এবং বাতিলকৃত প্রস্তাব দুটি পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এছাড়া, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব দুটির একটি হচ্ছে- পাবলিক প্রকিউমেন্ট বিধিমালা ২০০৮-এর ৮৩(১) বিধি প্রয়োগ করে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়ের লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময় কমিয়ে আনা।

অন্যটি হচ্ছে- সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত মাঠ পর্যায়ে সকল রুটিন ইপিআই ভ্যাকসিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ। এটি সরাসরি ইউনিসেফের মাধ্যমে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস/পিটিএম

ক্রয় কমিটি টপ নিউজ প্র্রস্তাব অনুমোদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর