Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে চোরাই ৩০০ বস্তা চালসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৮

যশোর: চোরাই ৩শ’ বস্তা চালসহ দুই যুবককে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। ঝিনাইদহের মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রেস-ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার মহিদুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৪০), মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম (৩৩)।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবব্রত হরি জানান, রোববার রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া আলামিন অটোরাইস মিল থেকে ৩শ’ বস্তা চাল কেনেন ঝিকরগাছা ষ্টেশন রোডের চাল ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ চাল চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য তিনি ট্রাক ভাড়া করেন। কিন্তু ট্রাক ড্রাইভার চাল গন্তব্যস্থলে পৌঁছে না দিয়ে চুরি করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এই ব্যাপারে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ড্রাইভারকে সনাক্ত করে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চালক রিপন বিশ্বাস ও চোরাই চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

পরে তাদের হেফাজত থেকে চোরাই ৩শ’ বস্তা চাল উদ্ধার করা হয়। আসামিদের ব্যবসায়ী তহিদুল ইসলামের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর