Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাবে অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

ঢাকা: কবি কাজী নজরুল ইসলামকে “জাতীয় কবি” ভূষিত করে প্রজ্ঞাপন জারির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

কবি কাজী নজরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর