Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবলীগ নেতা দেবু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২

গ্রেফতার যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর বন্দর থানার দুই নম্বর মাইলের মাথা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেবাশীষ পাল দেবু নগর যুবলীগের সহ সভাপতির দায়িত্বে আছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সারাবাংলাকে জানান, ‘দেবাশীষ পাল দেবুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশের থানায় অগ্নিসংযোগ-অস্ত্র লুটের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নগরীর কোতোয়ালী থানায়ও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কিছুক্ষণ আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/এসডব্লিউ