Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নপত্র ফাঁস, চবির সাংবাদিকতা বিভাগে পরীক্ষা স্থগিত

চবি করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ব্যুরো: প্রশ্নপত্র ফাঁসের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয় জানিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্য দিয়ে চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উড়োচিঠি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেন এক ব্যক্তি। চিঠিতে বলা হয়, একজন শিক্ষক তার অনুগত শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করছেন। এতে বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য প্রশ্নপত্রটিও দেওয়া হয়েছিল।

ওই প্রশ্নপত্র নিয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আলাউদ্দিন মজুমদার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যান এবং হুবহু মিল পান। এরপর উপাচার্য পরীক্ষা স্থগিত করার আদেশ দেন।

জানতে চাইলে বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন, ‘পরীক্ষা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একাডেমিক কমিটি পরীক্ষাটি স্থগিত করেছে। পরবর্তী পরীক্ষার সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

সারাবাংলা/এমআর/এইচআই

চট্টগ্রাম বিশ্বদ্যালয় প্রশ্নপত্র ফাঁস যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর