প্রধান উপদেষ্টার সঙ্গে ৯ ডিসেম্বর বৈঠক ২৭ ইইউ রাষ্ট্রদূতের
৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২১
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূত। আগামী সোমবার (৯ ডিসেম্বর) এই বৈঠকটি হবে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূতের একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এই প্রথম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূত বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বৈঠকে আরও একটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন। এ বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশাবাদ জানান তিনি।
রাষ্ট্রদূতদের নিয়ে এই বৈঠকের আলোচ্য বিষয় কী থাকবে— জানতে চাইলে রফিকুল আলম বলেন, আলোচনায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রধান্য পাবে। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে।
তিনি বলেন, এ ছাড়া বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রগুলো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধসহ একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করছি।
ফিনল্যান্ড, রোমানিয়াসহ কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় এসব দেশের ভিসা পাওয়ার জন্য ভারত দূতাবাসে যেতে হয়। এ ক্ষেত্রে সশরীরে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আপাতত বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা সীমিত হওয়ায় এসব দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি ব্যক্তিরা বিপাকে পড়েছেন।
ব্রিফিংয়ে এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ভারতের ভিসা না পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশের ভারতীয় দূতাবাসে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কি না, সে জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের এসব দেশ ভিসা পাওয়ার জন্য সশরীরে নয়া দিল্লি যাওয়ার কোনো বিকল্প পদ্ধতিতে রাজি হয়নি। সেক্ষেত্রে তৃতীয় কোনো দেশের দূতাবাস থেকে ভিসা নেওয়া যাবে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিকল্প দেশে ভিসা পাওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকতৃা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত এসব দেশের দূতাবাস থেকে ভিসা দেওয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা দিতে সম্মত হয়েছে। এ ছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে।
রফিকুল আলম বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা দিতে সম্মত হয়েছে। এ ছাড়া চলমান আলোচনার অংশ হিসেবে সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা দিতে আগ্রহী।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়কে কি না— এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিই থাকে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বৈপরীত্য অনেক কম।
এদিকে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে আগামী সপ্তাহে দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। এ বিষয়ে রফিকুল আলম বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়েই আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য, পানিবণ্টন সব ইস্যুই থাকবে।
সারাবাংলা/জিএস/এইচআই/টিআর
ইইউয়ের রাষ্ট্রদূত কূটনীতিকদের সঙ্গে বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা