গ্লোবাল সুপার লিগ
লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর
৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭
টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের। সেই রংপুর রাইডার্সই উঠে গেল গ্লোবাল সুপার লিগের ফাইনালে! আগের ম্যাচে গায়ানকে হারিয়ে ফাইনালের আশা জাগিয়ে তুলেছিলেন তারা। এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল রংপুর রাইডার্স। ২৩ রানে লাহোরকে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছে গেল বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি দলটি।
প্রোভিডেন্সে টসে জিতে ব্যাটিংইয়ের সিদ্ধান্ত নিয়েছিল রংপুর। সৌম্য সরকারের আগ্রাসী ব্যাটিংয়ে ৫ ওভারের মাঝেই হাফ সেঞ্চুরি ছোঁয় দলের স্কোর। ১২ বলে সৌম্য করেছেন ২২। ঝড় উঠেছিল সাইফ হাসানের ব্যাটেও। ৪ চার ও এক ছক্কায় ১৪ বলে ২৭ রান করেন তিনি। ওপেনার স্টিভেন টেইলর করেন ৩২ রান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে রংপুর। বৃষ্টি আইনে লাহোরের সামনে টার্গেট দাঁড়ায় ১১১ রান। ব্যাটিংয়ে নেমে ১৪ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় লাহোর। ৩টি উইকেটই নিয়েছেন শেখ মাহেদি। মির্জা বাইগ, ট্ম অ্যাবল ও ফাহিম আশরাফের কল্যাণে শেষের দিকে কিছুটা লড়াই করেছিল লাহোর। তবে শেষ পর্যন্ত বাইগের ২০, অ্যাবলের ২৫ ও ফাহিমের ১৮ রান বৃথাই গিয়েছে। ৭ উইকেটে ৮৭ রানে থাকে লাহোরের ইনিংস।
২৩ রানের দারুণ এক জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার মুখোমুখি হবে রংপুর।
সারাবাংলা/এফএম