দ.কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্তের দাবি শাসক দলের
৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৩১
দক্ষিণ কোরিয়ার শাসক দল পিপল পাওয়ার পার্টি’র নেতা হান ডং-হুন শুক্রবার (৬ ডিসেম্বর) বলেছেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি আরও অভিযোগ করেন, ইউন সামরিক শাসন জারি করার চেষ্টা করেছেন। তবে সরকার এই বিষয়ে কোনও প্রস্তুতির খবর অস্বীকার করেছে।
৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন রাষ্ট্রবিরোধী শক্তি দমন এবং রাজনৈতিক বিরোধীদের বাধা দূর করার জন্য সামরিক বাহিনীকে জরুরি ক্ষমতা প্রদান করেন। তবে ছয় ঘণ্টার মধ্যেই তিনি এই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন পার্লামেন্ট এবং নিজ দলের সদস্যদের বিরোধিতার শিকার হয়ে।
বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি শুক্রবার (৬ ডিসেম্বর) এই বিষয়ে অভিশংসনের আলোচনায় মিলিত হয় এবং শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গ্রহণের সময় নির্ধারণ করেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) পার্লামেন্টে পিপল পাওয়ার পার্টির এক বৈঠকের পরে দলনেতা হান ডং-হুন বলেন, ইউন সামরিক শাসনের সময় উল্লেখযোগ্য রাজনীতিবিদদের রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। তবে প্রেসিডেন্টের কার্যালয় পরে এই অভিযোগ অস্বীকার করেছে, ইয়োনহাপ সংবাদ সংস্থার তথ্যমতে এমনটি জানা গেছে।
ডেমোক্রেটিক পার্টির এক কর্মকর্তার তথ্যমতে, বিরোধী আইনপ্রণেতারা আশঙ্কা করছেন যে ইউন আবারও সামরিক শাসন জারি করতে পারেন। তাই তারা পার্লামেন্টের অধিবেশন হলে পালা করে উপস্থিত থাকছেন, যাতে এমন কোনো পদক্ষেপ নেওয়া না হয়
অভিনয়রত প্রতিরক্ষামন্ত্রী কিম সিওন-হো বলেছেন, সামরিক শাসন জারির আরেকটি প্রচেষ্টার খবর ভিত্তিহীন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শাসক দল অভিশংসনের বিপক্ষে অবস্থান নিলেও, হান ইঙ্গিত দিয়েছেন যে ইউন রাজনৈতিক নেতাদের সিউলের দক্ষিণে গওয়াচন এলাকায় আটক করার পরিকল্পনা করেছিলেন, এমন ঘটনার প্রমাণ পেলে দলের অবস্থান বদলাতে পারে।
হান বলেন, ‘নতুন তথ্যের আলোকে, কোরিয়ার প্রজাতন্ত্র এবং তার জনগণের সুরক্ষার জন্য প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অবিলম্বে বরখাস্ত হওয়া প্রয়োজন।’ তবে তিনি সরাসরি অভিশংসনের দাবি জানাননি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।
দলের কিছু সদস্য ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন-হেয়ের অভিশংসনের ঘটনার পুনরাবৃত্তি চান না। সেই সময়ে অভিশংসন কনজারভেটিভ পার্টির পতন ঘটায় এবং পরবর্তী প্রেসিডেন্ট ও সাধারণ নির্বাচনে লিবারেলরা বিজয়ী হয়।
পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য ইউন স্যাং-হিউন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রেসিডেন্টকে কাল অভিশংসন করে লি জে-মিয়ং-এর ডেমোক্রেটিক পার্টির হাতে শাসন তুলে দিতে পারি না।’
সারাবাংলা/এনজে