Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন : ডা. জাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬

দিনাজপুর : পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন, তারা বাংলাদেশের শান্তি প্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপথগামী করার জন্য চেষ্টা করছে- বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সকল এতিমখানার মোহতামিম ও ব্যবসায়ীদের সঙ্গে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জাহিদ বলেন, যারা আমাদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায় এবং আমাদের দুর্বল মনে করে- তারা বোকার স্বর্গের বাস করে। আমাদের ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও আমরা একই সমাজে বাস করি আমরা বাঙালি। তাই বাংলাদেশের মানুষ কারো উস্কানিতে পা দেবে না। আমরা ভারতের সাথে প্রতিবেশিসুলভ সম্পর্ক বজায় রাখতে চাই।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সূধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ জুয়েল হোসেন, বিএনপি নেতা শাহিন মন্ডল, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

ডা. জাহিদ হোসেন বিএনপি

বিজ্ঞাপন

ছবির গল্প / সাকরাইন উৎসব
১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৩০

আরো

সম্পর্কিত খবর