Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ‘মাদক ব্যবসার জেরে’ যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ২০:৫৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১০:৩১

প্রতীকী ছবি।

খুলনা: খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইমরান হোসেন মানিক (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মর্ডান সী ফুডের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার রূপসা মর্ডান সী ফুডের সামনে ইমরান হোসেন মানিক একটি চায়ের দোকানের সামনে বসে ছিল। এসময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী ঘটনাস্থলে আসে। মানিক তাদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা তখন মানিককে উদ্দেশ করে পর পর দুই রাউন্ড গুলি করে। গুলি দুটি মানিকের একটি হাতে ও অপরটি পায়ে বিদ্ধ হয়। ঘটনাস্থলে থাকা জনতা তাৎক্ষণিক ভাবে সন্ত্রাসীদের ধাওয়া দিলে প্রাইভেটকার যোগে আসা সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাসেল নামের ওই যুবককে আটক করে।’

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ অব্যহৃত আছে। একটি সূত্র জানায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে উক্ত ঘটনাটি ঘটেছে।’

সারাবাংলা/এইচআই

খুলনা গুলিবিদ্ধ নিহত মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর