Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে ফের যুদ্ধ করবে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ২২:৪১

খুলনায় বিএনপির সাম্য ও সম্প্রীতির সমাবেশ।

খুলনা: কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি উন্নয়ন, সম্প্রীতি এবং সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাসী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। কিন্তু পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে সর্বস্তরের জনগণকে নিয়ে ফের বিএনপি যুদ্ধ করবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাম্য ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রং পরিবর্তন করে বিভিন্ন দল থেকে যারা বিএনপিতে আসার চেষ্টা করছে তাদের বিএনপির মতো জনপ্রিয় দলে ঠাঁই নাই। বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা দেশে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে তাদেরকে বিএনপির কাণ্ডারী তারেক রহমানের নির্দেশে কঠোর হস্তে দমন করা হচ্ছে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, শেখ আ. রশিদ, মোল্যা খায়রুল ইসলাম মোল্যা, এনামুল হক সজলসব স্থানীয় নেতৃবৃন্দ।

সারাবাংলা/এইচআই

আজিজুল বারী হেলাল খুলনা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর