মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সিরিয়ায় বেসামরিক নাগরিক ও সংখ্যালঘু সমাপ্রদায়ের লোকজনকে সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিদ্রোহীরা একের পর এক এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর কাছ থেকে দখলে নেওয়ার প্রেক্ষিতে এই আহ্বান জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে আলাপকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিঙ্কেন সিরিয়ায় চলমান সংঘের্ষের কারণে বেসামরিক নাগরিকসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।
এই দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের বিষয় নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধ ২০১১ সালে শুরু হয়, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে দমন-পীড়ন চালানো হয়। এই বিক্ষোভগুলো আরব বসন্তের অংশ হিসেবে গণতন্ত্র এবং মানবাধিকারের দাবিতে শুরু হয়েছিল।
সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৬০ লক্ষ মানুষ সিরিয়ার বাইরে শরণার্থী হিসেবে আছেন।