প্যারিস ক্যাথেড্রাল আগুনে বিধ্বস্ত হওয়ার ৫ বছর পর আজ শনিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আবার খুলছে নটরডেম।
পুন–উদ্বোধন সামনে রেখে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে আজ নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শনে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেলে নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। প্রায় ৬০০ ফায়ার সার্ভিসের সদস্য ১৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ৮৬০ বছরের বেশি পুরোনো নটর ডেম ক্যাথেড্রালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে সাধারণের জন্য বন্ধ থাকে ক্যাথেড্রালটি।
পরবর্তী সময়ে শুরু হয় পুনরুদ্ধার, সংস্কার ও নতুন করে পালিশের কাজ। এই কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ কারিগর-কর্মী। সংস্কারকাজে খরচ হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো।
নটর ডেম ক্যাথেড্রালের ভেতরের নতুন রূপ এত দিন গোপন রাখা হয়। তবে সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে জানাতে বিগত বছরগুলোয় ভেতরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
পুনর্নির্মাণের পর ক্যাথেড্রালের অভ্যন্তরের শ্বেত পাথরের সৌন্দর্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উজ্জ্বল। এই নতুন নটরডেম তার অতীতের গ্লানি সরিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পুনর্নির্মাণ কেবল এক ঐতিহাসিক স্থাপনার পুনর্জন্ম নয়, বরং এটি একটি জাতির ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক।