Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইভরি কোস্টে মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯

আইভরি কোস্টে দুটি মিনিবাসের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। দেশটির পরিবহণ মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির কেন্দ্র পশ্চিমে ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা গেছেন।

সড়ক পরিবহণের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেছেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনা স্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে।

সারাবাংলা/ইআ

আইভরি কোস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর