সিরিয়ায় ৪র্থ শহর দখল বিদ্রোহীদের
৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬
সিরিয়ার বিদ্রোহীরা শনিবার (৭ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় শহর দেরা দখল করেছে, যা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ২০১১ সালের আন্দোলনের সূতিকাগার। এক সপ্তাহে এটি আসাদ বাহিনীর হাতছাড়া হওয়া চতুর্থ শহর। বিদ্রোহীরা জানিয়েছে, দেরা থেকে সৈন্যরা নিরাপদে দামেস্কে প্রত্যাবর্তনের শর্তে শহর ত্যাগ করেছে।
দেরা দখলের পর বিদ্রোহীরা জানিয়েছে, তারা হোমস শহরের প্রান্তে পৌঁছে গেছে। হোমস দখল হলে দামেস্ক থেকে উপকূলীয় আসাদ-সমর্থিত এলাকাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হবে। ইতোমধ্যে হোমস থেকে হাজারো মানুষ পালিয়ে উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে আশ্রয় নিয়েছে।
বিদ্রোহীরা আলেপ্পো থেকে দেরা পর্যন্ত এক শক্তিশালী নিয়ন্ত্রণ এলাকা গড়ে তুলেছে। এদিকে, সিরিয়ান এবং রুশ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালালেও বিদ্রোহীদের কার্যক্রম থামাতে ব্যর্থ হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্রোহীদের এ অগ্রগতি আসাদ সরকারের জন্য বড় হুমকি তৈরি করেছে, যা তার শাসন ব্যবস্থা পতনের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী দেশটির চতুর্থ বৃহত্তম শহর হামা’র পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
সারাবাংলা/এনজে