‘সব শ্রেণির মানুষদের নিয়ে রাজনীতি করে বিএনপি’
৭ ডিসেম্বর ২০২৪ ২০:০৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২০:১২
বাগেরহাট: বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবেশবিদ ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শক্তিশালী রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। অসাম্প্রদায়িক দল বিএনপি সব শ্রেণির মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই নারীদের নিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বাগেরহাটের রামপাল উপজেলায় বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নারীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় হিন্দু মুসলিমসহ বিভিন্ন ধর্মের সহস্রাধিক নারী সমাবেশে অংশ নেয়।
তিনি বলেন, ‘পিছিয়ে পড়া নারীদের রাজনীতিতে সম্পৃক্ততা না করলে সমাজ এগিয়ে যাবে না। নারীদের নিয়ে আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে নারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে।’
এসময় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, ‘বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। তাই তারেক রহমানের নির্দেশে সব ধর্মের লোকজনের সাথে সম্প্রতি বজায় রেখে কাজ করছেন তারা। গত ৫ আগস্টের পর মোংলা-রামপালের মন্দির, গির্জা পাহারা দিয়ে সম্প্রতি বজায় রেখেছি। বিগত ফ্যাসিস্ট সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশের সম্প্রতি নষ্ট করতে চক্রান্ত করছে। আমরা তাতে পা দিব না।’
নারীদের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘নারীরা সংসারে অনেক কষ্ট করেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব নারীদের জন্য তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পরিবার কার্ড করে দেওয়া হবে। তারেক রহমান নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার কথা বলেছেন। সেভাবে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।’
নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন বাবু, লুৎফর রহমান, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও বিএনপি নেতা মজিবর রহমান বাবুল, তরফদার মোতালেব হোসেন প্রমুখ।
সারাবাংলা/এইচআই