Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২৩:৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি বার্তা পাঠানো হয়েছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে। পুলিশ জানায়, রাজস্থানের আজমির থেকে পাঠানো বার্তায় আইএসআই এজেন্ট এবং বোমার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার একটি হুমকি বার্তা পেয়েছে মুম্বাই পুলিশ। বার্তাটি রাজস্থানের আজমিরে নিবন্ধিত একটি নম্বর থেকে পাঠানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ দলকে অবিলম্বে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন।

গত ১০ দিনে, মুম্বাই ট্রাফিক পুলিশ অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে ২টি বার্তা পেয়েছে। ৩ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

দেশেটির বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনো স্কুলে, কখনো কলেজে হুমকিবার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকিবার্তা পাঠানো হয়েছে বার বার। এ বার সেই তালিকায় যুক্ত হলো দেশটির প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

নরেন্দ্র মোদি ভারত হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর