Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার স্কুল খোলা রাখার তথ্য সঠিক নয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০০:২৪

ঢাকা: ২০২৫ শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খানও গণমাধ্যমকে জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান তিনি।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানি সিকদারও জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবার স্কুল খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট ছড়িয়ে পড়েছে, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ শনিবার সঠিক স্কুল খোলা. তথ্য

বিজ্ঞাপন

‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক’
১১ ডিসেম্বর ২০২৪ ১০:২১

আরো

সম্পর্কিত খবর