Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২২:৩৮

বিদ্রোহীরা এগিয়ে যাচ্ছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি চলে এসেছে বিদ্রোহীরা। সিএনএনের তথ্য অনুযায়ী, শহরের দক্ষিণ প্রান্ত দিয়ে বিদ্রোহীরা রাজধানীর প্রধান শহর হোমসের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সরকারি বাহিনী সেখান থেকে সরে যাচ্ছেন। শহর জুরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক থেকে সরে গেছেন। তবে সিরিয়ার সরকার এমন খবর অস্বীকার করছে।

সিরিয়ার বিরোধীদের সমর্থনকারী মার্কিনভিত্তিক সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স (এসইটিএফ) দাবি করছে, সিরিয়ার রাজধানীর দ্রুত পতন হবে।

এর আগে গতকাল ইসরায়েলে সীমান্তের কাছে কুইনেত্রা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকা থেকে সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে।

গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এইচটিএস গঠিত হয়। এইচটিএসের নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এর পর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী।

সারাবাংলা/এইচআই

সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর