মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
৮ ডিসেম্বর ২০২৪ ০০:২১
বরিশাল: মুলাদীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজিরচর ইউনিয়নের চর কমিশনার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) এবং একই এলাকার তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)। এদের মধ্যে হুমায়ুন কবির বরিশাল আশা এনজিওতে চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি মুলাদীর দিক থেকে মীরগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল আরোহী দু’জন ছিটকে পড়লে ট্রাকটি তাদের ওপরে উঠে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, ‘তাদের দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, ‘এ ঘটনায় ট্রলির চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
সারাবাংলা/পিটিএম