Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:০০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০২:২৭

হ্যাক হয়েছে জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ

জাতীয় ফুটবল দলের সকল আপডেট, বিদেশ ভ্রমণ, ম্যাচের সূচিসহ যাবতীয় সকল কিছুই পাওয়া যায় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। কিন্তু পেজটি থেকে পোস্ট করা হচ্ছে বিভিন্ন বিদেশি সিনেমার ক্লিপ। গতকাল থেকে এমন মোট সাতটি পোস্ট হয়েছে পেজটি থেকে। বোঝাই যাচ্ছে ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। 

হ্যাক হওয়ার বিষয়টি আমলে নিয়ে ইতোমধ্যে ফেসবুক পেজটি উদ্ধারের তৎপরতা শুরু করেছে বাফুফে। তবে এখনো পুনুরুদ্ধার করতে সক্ষম হয়নি দেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব ‘সারাবাংলা ডট নেট’-কে জানান, ৭৮ হাজার ফলোয়ারের পেজটি ভেরিফায়েড না হলেও এটাই জাতীয় ফুটবল দলেরই পেজ। 

মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন ‘বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজটি হ্যাক হয়েছে। গতকাল রাত থেকে আমরা দেখছি যে আমাদের পেজে অপ্রত্যাশিত কিছু ভিডিও আপলোড হচ্ছে। সেটা দেখার পর আমরা বুঝতে পারি পেজটি হ্যাক হয়েছে বা হ্যাকার দ্বারা শিকার হয়েছে।’

‘কাল রাত থেকেই আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সপোর্টি টিমের সাথে কথা বলেছি। বেশ কিছু প্রক্রিয়া আছে, যেহেতু পেজটি ভেরিফাইড হয়নি, যে কারণে পেজটি ফিরিয়ে আনতে একটু সময় লাগছে। কিন্তু আমরা আশাবাদী যে, পেজটি রিকভার করতে পারব। এবং রিকভার করার জন্য ফুটবল ফেডারেশ সব কিছুই করছে, আরো বলেন তিনি।

এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাফুফে দুঃখ প্রকাশ করে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল পেজটি হ্যাক হয়েছে। পেজটি ফিরে পেতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’  

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর