Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বোমা বিস্ফোরণে এক কিশোর টোকাই গুরুতর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ ইসলামপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব (১৩) নামের এক কিশোর টোকাইয়ের ডান হাতের কবজ্বি থেকে আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার বাম হাত ও তলপেট গুরুতর জখম হয়েছে। আহত অবস্থায় স্থানীয় সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামের বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা একটি ছেলে বিস্ফোরণে আহত হয়েছেন। তবে কী ধরণের বিস্ফোরণে ছেলেটি আহত হয়েছে- তারা তা জানেন না।

আহত সজিব জানান, ময়লার বাগাড়ের আমি সাদা বলের মতো বস্তু পাই। পরে টান দিতেই সাদা বস্তুটি ফেটে জোরে শব্দ হয়।

সজিবের পিতা রাজু শেখ বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে মুন্সীগঞ্জে এসেছি। আমার সাথে রয়েছে আমার দুই ছেলে। তবে আমি জায়গাটি চিনি না। কী বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।

সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণে হাতের আঙুল সব বিচ্ছিন্ন হয়ে গেছে। গোপনাঙ্গে আঘাত রয়েছে। অবস্থা খুবই সঙ্গিন । প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।

এ বিষয়ে সদর থানায় ভারপ্রাপ্ত (ওসি) সজিব দে বলেন, আমি বিষয়টা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খতিয়ে দেখছি।

সারাবাংলা/আরএস/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর