Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরআন অবমাননাকারী আকাশ ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৬:১৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২১:১৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কোরআন অবমাননাকারী আকাশ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র রিমান্ডের এ আদেশ দেন। সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে ফেসবুকে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েলে তাকে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেন।

পরে আকাশ দাসকে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। রাত সাড়ে ৯টায় পুলিশ তাকে দোয়ারাবাজার থানায় নিয়ে যায়। ওই সময় দোয়ারাবাজার থানা এলাকায় ‘তৌহিদী জনতা’ বিক্ষোভ করতে থাকে। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় আকাশ দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্ম অবমাননার মামলা হয়। পুলিশ এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রোববার তাকে ফের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক নির্জন কুমার মিত্র পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর