Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়া সীমান্তে ইসরায়েলি সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০২:২৮

ইসরায়েলি সৈন্যরা সিরিয়া সীমান্তের কাছে গোলান মালভূমিতে অবস্থান নিয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েল ও সিরিয়ার মধ্যবর্তী গোলান মালভূমির বাফার জোনে নতুন অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের দ্রুত পতনের সম্ভাব্য বিশৃঙ্খলার জন্য এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী রবিবার (৮ ডিসেম্বর) জানিয়েছে।

আইডিএফ জানায়, ‘গোলান হাইটসের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলের জনগণকে সুরক্ষা দিতে আমরা বাফার জোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েন করেছি।’ তবে স্থানীয় প্রশাসন জানায়, গোলান মালভূমির বাসিন্দাদের জন্য কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

সিরিয়ার মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ওই এলাকায় আর্টিলারি হামলা চালিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি মূল্যায়নের পর এবং বাফার জোনে সশস্ত্র ব্যক্তিদের প্রবেশের সম্ভাবনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আইডিএফ জানায়, তারা সিরিয়ার অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করছে না।

১৯৭৪ সালের সংযম চুক্তির পর এই প্রথমবার ইসরায়েলের সেনারা এই বাফার জোনে অবস্থান নিয়েছে। এর আগে সংক্ষিপ্ত সময়ের জন্য তারা এই জোনে প্রবেশ করেছিল।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আইডিএফের ৯৮তম ডিভিশন, প্যারাট্রুপার এবং কমান্ডো ব্রিগেড গোলান হাইটসে মোতায়েন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী সিরিয়ার হাদার শহরের কাছে জাতিসংঘের সৈন্যদের একটি আক্রমণ থেকে রক্ষায় সহায়তা করেছিল। একই দিনে বিদ্রোহী বাহিনী কুনেইত্রা এবং দারা অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়।

গোলান আঞ্চলিক পরিষদ জানায়, উত্তরের ড্রুজ গ্রামগুলোর বিদ্যালয়ের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে অন্য অঞ্চলে ক্লাস স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) আসাদ সরকারের পতনের পর, ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালিয়ে অস্ত্র কারখানা এবং রাসায়নিক অস্ত্র কেন্দ্র ধ্বংস করেছে বলে সিরিয়ার মিডিয়া জানায়। এছাড়া, লেবাননের সীমান্তবর্তী শহর কুসাইর থেকে হেজবুল্লাহর একটি কনভয় প্রত্যাহারের সময় তাদের লক্ষ্যবস্তু করা হয়।

হেজবুল্লাহ, ইরান এবং রাশিয়া আসাদ সরকারকে সমর্থন করেছিল। সিরিয়া ইরানের অস্ত্র পরিবহণ মাধ্যমের একটি পথ হিসেবে কাজ করছিল।

ইসলামি আন্দোলনের রা’আম দল আসাদ সরকারের পতনকে স্বাগত জানিয়ে এটিকে ‘সিরিয়ান জনগণের জন্য ঐতিহাসিক পরিবর্তন’ হিসেবে আখ্যা দিয়েছে এবং একটি নতুন, স্বাধীন সিরিয়া গঠনের আশা প্রকাশ করেছে।

সারাবাংলা/এনজে

আসাদ পতন ইসরায়েলি সেনা সিরিয়া সীমান্ত

বিজ্ঞাপন

যে রুটে ঢাকা-আখাউড়া লংমার্চ
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর