Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
বোলারদের ওপর দায় চাপালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ০৯:২৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ওয়ানডে জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন তারা। সেন্ট কিটসে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনল ক্যারিবিয়ানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেরফেন রাদারফোর্ডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৫ উইকেটের সহজ জয়েই সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হারের জন্য দায়ী করলেন বোলারদেরই।

সেন্ট কিটসে ২৬৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। তামিম, মিরাজ, জাকের, মাহমুদউল্লাহদের দারুণ কিছু ইনিংসের সুবাদে ২৯৪ রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ। তবে ইনিংসের মাঝপথে বাংলাদেশের রানের গতি ছিল বেশ ধীরগতির। পুরো ইনিংসে ১৫৫টি ডটবল খেলেছে বাংলাদেশ। বোলিংয়ে নেমেও খুব ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ, রাদারফোর্ডের সেঞ্চুরিতে ম্লান হয়েছে সবকিছুই।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে মিরাজ বলছেন, নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট তিনি, ‘ব্যাটিং নিয়ে আমরা সন্তুষ্ট। এই উইকেটে ২৯৫ খুব ভালো স্কোর। তবে ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিতেই হবে। হোপ ও রাদারফোর্ড দারুণ খেলেছে। মাঝের সময়টা আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটা কঠিন ছিল।’

পরাজয়ের দায়ভার বোলারদের ওপরেই চাপিয়েছেন মিরাজ, ‘শুরুটা ভালো করলেও মাঝের ওভারে আমরা ভালো করতে পারিনি। এরকম উইকেটে অবশ্য এটা হতেই পারে। তারা ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলাররাও সুযোগ কাজে লাগাতে পারেনি।’

পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মিরাজের, ‘এই ম্যাচে অনেক কিছুই শিখেছি আমরা। অনেক ভুলও ছিল আজ। পরের ম্যাচে আরও মনোযোগ দিতে হবে। এখনো দুই ম্যাচ বাকি আছে। জয়ের পরিকল্পনা সাজাতে হবে। আমি এখনো মনে করি সিরিজ জয়ের ভালো সুযোগ আছে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো