Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগাল থেকে হজ ও ওমরার বিশেষ সুবিধা নিয়ে আসলো ‘দিয়ার মাক্কা’

আমিরুল ইসলাম নয়ন
৯ ডিসেম্বর ২০২৪ ১০:০৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৫

লিসবনের এক রেষ্টুরেন্টের হল রুমে দিয়ার মাক্কা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের সভা

পর্তুগাল: ইসলামের অন্যতম স্তম্ভ হজ। ওমরা ও হজ ইউরোপ থেকে প্রবাসী মুসলমানদের জন্যে সহজ করতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রশিক্ষকদের দিয়ে সল্প মূল্য এবং সেরা সার্ভিস দিয়ে নানান প্যাকেজ নিয়ে আসছে ‘দিয়ার মাক্কা ট্রাভেলস এন্ড ট্যুরিজম’

৭ ডিসেম্বর সন্ধ্যায় লিসবনের স্হানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে দিয়ার মাক্কা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের ম্যানেজার আমিনুর রশিদ বলেন, ইউরোপের অন্যান্য দেশের পর পর্তুগাল প্রবাসীদের জন্যে আমরা এই প্রথম গ্রুপ ভিত্তিক হজ ও ওমরার বিশেষ প্যাকেজ নিয়ে এসেছি।

বিজ্ঞাপন

আমিনুল রশীদ বলেন, আমরা আশা করি মক্কা মদিনায় আমাদের ফাইভ স্টার হোটেল এবং এক্সক্লুসিভ মডেলের গাড়ী এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের দিয়ে হজ ও ওমরা সহ নানান সুযোগ সুবিধাসহ প্রবাসীরা অল্প মূল্যে সেরা সার্ভিসটি পাবেন।

আগামী ১৮ থেকে ২৯ ই ডিসেম্বর আমাদের প্রথম গ্রুপ পর্তুগালের বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা জুনায়েদ ক্বাসিমীর নেতৃত্বে ওমরা করতে যাবে। তারা ফেরার পর পরবর্তী গ্রুপ গুলো পর্যায়ক্রমে যাবে।

মাওলানা জুনায়েদ ক্বাসিমী বলেন, পর্তুগাল থেকে গ্রুপ বিত্তিক হজ ও ওমরার ব্যবস্থা থাকায় যারা একা যেতে ভয় পান সেই সকল প্রবাসীরা অভিজ্ঞ গাইডের মধ্যমে সহজে ধর্মীয় এই ইবাদত পালন করে আসার সুযোগ পাবেন।

উল্লেখ্য, দিয়ার মক্কা ট্রাভেলস এবং ট্যুরিজম হজ এবং ওমরার পাশাপাশি সৌদি আরবের বিখ্যাত সব খেজুরসহ বিভিন্ন আইটেমের জিনিস পত্র বিভিন্ন দেশে অত্যান্ত সুনামের সাথে সরাসরি রপ্তানি করে আসছে।

সারাবাংলা/জিএস/এনজে

ট্রাভেলস পর্তুগাল হজ

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫

আরো

সম্পর্কিত খবর