Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফওসি’র বৈঠকে যোগ দিতে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১০:৫২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬

ঢাকা: ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) বৈঠকে যোগ দিতে এক দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান।

হজরত শাহ জালাল আন্তজার্তিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান। আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ভারতীয় কোনো কূটনৈতিক বাংলাদেশ সফরে এসেছেন।

সফর সূচি অনুযায়ী, সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, এর আগে দুই সচিব একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তা কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এমন ইঙ্গিত মিলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কথায়ও।

দুই দিন আগে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, বিক্রম মিশ্রির সফরের মাধ্যমে চলমান অস্থিরতার নিরসন হবে, এমনটা আশা করছি। আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক। যেন দুই দেশের মানুষই এর সুফল ভোগ করে। একইসঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে। বৈঠকে সেদিকেই আমাদের ফোকাস থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

বিক্রম মিশ্রি